ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০২ জুলাই ২০২৫

English

বৃত্তের বাইরে

পার্লারকর্মীকে ধর্ষণের ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ

উইমেনআই২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৪, ১৩ অক্টোবর ২০২২

পার্লারকর্মীকে ধর্ষণের ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ

ফাইল ছবি

রাজধানীর শেরে বাংলা নগরের শুক্রাবাদ এলাকায় অন্তঃসত্ত্বা পার্লারকর্মীকে কৌশলে বাসায় ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে ১৩ অক্টোবরের বিভিন্ন জাতীয় দৈনিকের খবরের বরাতে বলা হয়, নির্যাতনের শিকার ওই নারী মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় স্বামীর সাথে বসবাস করেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই নারী অনলাইনে বিউটি পার্লারের কাজ করত। ১১ অক্টোবর ওই নারী সাভারের এক আত্মীয়ের বাসায় থাকাকালীন সময় ধানমন্ডি থেকে এক নারী ফোন করে তাকে রূপসজ্জার কাজের প্রস্তাব দেয়। নির্যাতনের শিকার নারী শুক্রাবাদের ওই বাসায় গেলে সেখানে আগে থেকে উপস্থিত তিনজন পুরুষ তাকে জোর করে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর চেষ্টা করে এবং মারধর কর, সাথে থাকা ফোন ও টাকা কেড়ে নেয়। পরবর্তীতে তিন যুবক ওই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং বিষয়টি জানাজানি হলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়। বিষয়টি স্বামীকে জানান এবং সাভারের ওই বাসায় তরুণী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে স্থানান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

বিবৃতিতে সাম্প্রতিক সময়ে নারী ও কন্যাশিশুদের প্রতি দলবদ্ধ ধর্ষণের ঘটনাসমূহ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে সংঘটিত এসব ঘটনা নারীর স্বাভাবিক জীবনযাপন, গণপরিসরে স্বাধীন চলাচল, নিরাপত্তা পরিস্থিতিকে নাজুক করে তুলেছে বলে সংশয় প্রকাশ করা হয়। পাশাপাশি ওই নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। এই অবস্থা থেকে উত্তরণে দ্রুত বিচার নিশ্চিতকরণে আশু কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

নির্যাতনের শিকার নারীর সুচিকিৎসার দাবিও জানানো হয়।

ইউ

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান খালেদা জিয়ার

মিয়ানমারকে হারাতেও আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা

‘সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ ঐক্যের জন্য সহায়ক নয়’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

ব্রডব্যান্ডের দাম কমলো

ফেব্রুয়ারি-এপ্রিল লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি: সিইসি

অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: আপিল শুনানির দিন ধার্য

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির সভা

হালদা নদীর অবক্ষয় রোধে কঠোর অবস্থান নিলেন উপদেষ্টা ফরিদা আখতার

ডেঙ্গুতে আবারো মৃত্যু, নতুন করে আক্রান্ত ৩৮৬

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির পক্ষে শুনানির দিন ধার্য

এবার আমরা নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি: নাহিদ ইসলাম

২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের অকাল মৃত্যুর শঙ্কা

প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার

নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ