ছবি: মহিলা পরিষদের উদ্যোগে কর্মশালায়...
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন : স্থানীয় সরকারের নারী জনপ্রতিনিধিদের ভূমিকা ও চ্যালেঞ্জ’ বিষয়ক বিভাগীয় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর (শুক্রবার) কর্মশালায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মনিরা বেগম অনু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব ইকরামুল হক টিটু।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। মহিলা পরিষদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি। আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেখা চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন এবং স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নারী জনপ্রতিনিধিগণ।
শুভেচ্ছা বক্তব্যে সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘যারা বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায়নের প্রতিনিধিত্ব করছেন আজকের এই কর্মশালায় তারাই উপস্থিত হয়েছেন। গত ৫২ বছর ধরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য বাংলাদেশের নারী অন্দোলন যে আন্দোলন করে চলেছে তার একটা বড় অর্জন হচ্ছে ‘আপনারা স্থানীয় নারী জনপ্রতিনিধিগণ’। তবে নারী- পুরুষের সমতা প্রতিষ্ঠার কাজ এখনও অনেক বাকী, যদিও নারী- পুরুষের বৈষম্য দূরীকরণে অনেক অগ্রগতি হয়েছে, যেমন- শিক্ষা, ক্রীড়া শ্রমবাজারে নারীর অংশগ্রহণ দৃশ্যমান। রাজনীতিতে নারী এখন আগের চেয়ে অনেক বেশি আসছে। তবে সত্যিকারের রাজনৈতিক ক্ষমতায়ন তখনই হবে যখন অধিক সংখ্যক নারী যেকোনো রাজনৈতিক সিদ্ধান্তগ্রহণে অংশগ্রহণ করার পাশাপাশি সিদ্ধান্তে প্রভাবিত করতে পারবে।’ একইসঙ্গে নারী যাতে নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে নারী জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সভাপতির বক্তব্যে মনিরা বেগম অনু স্থানীয় সরকারের নারী জনপ্রতিনিধিদের দক্ষতা উন্নয়নের উপর জোর দেন এবং পাশাপাশি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের উপর গুরুত্ব দেন।
কর্মশালায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিদ এবং সিটি কর্পোরেশনের নারী জনপ্রতিনিধিদের অংশগ্রহণে ৪টি বিষয়ের উপর দলীয় কাজ অনুষ্ঠিত হয়। দলীয় কাজে অংশগ্রহণকারীরা তাঁদের কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে সমাধানের জন্য করণীয় বিষয়ক সুপারিশ করেন।
সভায় ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর শেরপুর জেলার বিভিন্ন ইউরিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটিকর্পোরেশনের প্রায় ৫০ জন নারী জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউ