ঢাকা, বাংলাদেশ

রোববার, আশ্বিন ২৭ ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪

English

বৃত্তের বাইরে

ছাত্রীকে কুপিয়ে জখম, মহিলা পরিষদের শাস্তি দাবি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৫, ৩০ আগস্ট ২০২৩; আপডেট: ১৮:১৯, ৩০ আগস্ট ২০২৩

ছাত্রীকে কুপিয়ে জখম, মহিলা পরিষদের শাস্তি দাবি

ছবি: ঘটনা শিকার ওই ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে...

লক্ষ্মীপুর সরকারী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের এক কলেজছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় তার মাথায় ইট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতারসহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নারীবাদি সংগঠনটি। 

বুধবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

৩০ আগস্টের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাতে বলা হয়, অভিযুক্ত তানজীদ আহমেদ রিয়ান দালালবাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালুহাজী সড়কের প্রবাসী শামীমের ছেলে। সে লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র না হলেও ড্রেস বানিয়ে সেখানে ক্লাস করত। প্রায় সাত মাস ধরে কলেজে আসা যাওয়ার পথে তানজীদ আহমেদ রিয়ান ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। এর মধ্যে রিয়ান ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় এবং প্রেমের প্রস্তাব গ্রহণে চাপ প্রয়োগ করতে থাকে। একদিনসামাদ স্কুল মোড় থেকে কলেজে যাওয়ার পথে রিয়ান ওই ছাত্রীকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। 

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা রাস্তাঘাটে চলাচলের পথে প্রতিনিয়ত এলাকার বখাটেদের দ্বারা উত্যক্তকরণসহ বিভিন্ন ধরনের সহিসতার শিকার হচ্ছে যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে তাদের নিরাপত্তা এবং স্বাধীন চলাচল চরমভাবে বিঘ্নত হচ্ছে। ছাত্রীদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে এবং তাদের অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে।

বিবৃতিতে সংগঠনটি উত্যক্তকরণ, যৌন নিপীড়ন প্রতিরোধে হাইকোর্ট বিভাগের দিক নির্দেশনামূলক রায়ের আলোকে একটি পৃথক আইন প্রণয়নে জোর দাবি জানানো হয়েছে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি যৌন নিপীড়ন ও উত্যক্তকরণ বন্ধে ব্যক্তি, পরিবার ও সমাজকে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহ্বান জানিয়েছে।

ইউ

ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

বিচার বিভাগের কাজের মাধ্যমেই নিরপেক্ষতা বোঝা যাবে: প্রধান বিচারপত

ভারতে পালানোর সময় আটক সাবেক যুগ্ম সচিব

রাজধানীতে সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি

শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে পররাষ্ট্র উপদেষ্টfর বক্তব্য

কোনো ম্যাচ না জিতেই বাড়ি ফিরছে এশিয়ার চ্যাম্পিয়নরা

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু

রাকিব স্টালিনের কথা ও সুরে সালেহ বিশ্বাস গাইলেন ‘মনের মানুষ’

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন‌ ড. ইউনূস

দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে: জ্বালানি উপদেষ্টা

নোয়াখালীতে থানায় পুলিশকে পিটিয়ে হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩

সুরমা নদী খননের নামে হরিলুট

নাট্যজন একুশে পদকপ্রাপ্ত শিল্পী জামাল উদ্দিন হোসেন মারা গেছেন 

নবাবগঞ্জে কড়া নজরদারিতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে লালন করতে হবে: ধর্মসচিব