ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ০৪ জুলাই ২০২৫

English

বৃত্তের বাইরে

ছাত্রীকে কুপিয়ে জখম, মহিলা পরিষদের শাস্তি দাবি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৫, ৩০ আগস্ট ২০২৩; আপডেট: ১৮:১৯, ৩০ আগস্ট ২০২৩

ছাত্রীকে কুপিয়ে জখম, মহিলা পরিষদের শাস্তি দাবি

ছবি: ঘটনা শিকার ওই ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে...

লক্ষ্মীপুর সরকারী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের এক কলেজছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় তার মাথায় ইট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতারসহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নারীবাদি সংগঠনটি। 

বুধবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

৩০ আগস্টের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাতে বলা হয়, অভিযুক্ত তানজীদ আহমেদ রিয়ান দালালবাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালুহাজী সড়কের প্রবাসী শামীমের ছেলে। সে লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র না হলেও ড্রেস বানিয়ে সেখানে ক্লাস করত। প্রায় সাত মাস ধরে কলেজে আসা যাওয়ার পথে তানজীদ আহমেদ রিয়ান ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। এর মধ্যে রিয়ান ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় এবং প্রেমের প্রস্তাব গ্রহণে চাপ প্রয়োগ করতে থাকে। একদিনসামাদ স্কুল মোড় থেকে কলেজে যাওয়ার পথে রিয়ান ওই ছাত্রীকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। 

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা রাস্তাঘাটে চলাচলের পথে প্রতিনিয়ত এলাকার বখাটেদের দ্বারা উত্যক্তকরণসহ বিভিন্ন ধরনের সহিসতার শিকার হচ্ছে যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে তাদের নিরাপত্তা এবং স্বাধীন চলাচল চরমভাবে বিঘ্নত হচ্ছে। ছাত্রীদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে এবং তাদের অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে।

বিবৃতিতে সংগঠনটি উত্যক্তকরণ, যৌন নিপীড়ন প্রতিরোধে হাইকোর্ট বিভাগের দিক নির্দেশনামূলক রায়ের আলোকে একটি পৃথক আইন প্রণয়নে জোর দাবি জানানো হয়েছে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি যৌন নিপীড়ন ও উত্যক্তকরণ বন্ধে ব্যক্তি, পরিবার ও সমাজকে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহ্বান জানিয়েছে।

ইউ

বেক্সিমকোর ৯৪ কোম্পানির শেয়ার ও ৭৯ জনের বিও হিসাব অবরুদ্ধ

২০-২৭ সেপ্টেম্বর রাশিয়ায় ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ শুরু

ফের অ্যাকশন সিনেমায় শাকিব খান

সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন

ঘনিষ্ঠদের মাধ্যমে ৭৫ কোটি টাকা ঘুষ নেন আনিসুল হক

রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার সীমা নির্ধারণে একমত সব দল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের গেট রাত ৯টার পর বন্ধ

গুমে সেনা সদস্যের সংশ্লিষ্টতা থাকলে কঠোর ব্যবস্থা: সেনাসদর

এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮

প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি: নাহিদ

ইসলামী ব্যাংকের সঙ্গে ড্যাফোডিল কম্পিউটারস-এর চুক্তি

নোয়াখালীতে কিডনি ডায়ালাইসিস সেন্টারে দুদকের অভিযান

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিলের ঘোষণা