ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১৫ সেপ্টেম্বর ২০২৫

English

বৃত্তের বাইরে

যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালনের আহ্বান

উইমেনআই২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২২, ১৩ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৫:১৪, ১৩ ডিসেম্বর ২০২২

যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালনের আহ্বান

ফাইল ছবি

যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার দিন। আজ থেকে ৫১ বছর পূর্বে এইদিন রাতে পাকিস্তানী সামরিক জান্তা নিজেদের পরাজয় অবশ্যম্ভাবী জেনে বাঙালি জাতিকে শিক্ষা, সংস্কৃতি, বুদ্ধি ও মেধার দিক দিয়ে পঙ্গু করে দেয়ার জন্য এদেশের ঘৃণ্যতম রাজাকার, আলবদর, আল শামস বাহিনীসহ স্বাধীনতা বিরোধী শত্রুরা স্বাধীনতার পক্ষের সকল বুদ্ধিজীবীদের ধরে নিয়ে রায়ের বাজার বধ্যভূমি ও মিরপুরের বধ্যভূমিতে হত্যা করে। ১৪ ডিসেম্বর তাই জাতির ইতিহাসে একটি শোকদিন। জাতি প্রতিবছর এই দিবসকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে আসছে।
 
বর্তমান সময়ে দেশব্যাপী প্রতিক্রিয়াশীল চক্র জামাত শিবির, হেফাজত ইসলাম অত্যন্ত সুকৌশলে ধর্মের নামে রাজনীতি করছে।

বাংলাদেশ মহিলা পরিষদ এই অপশক্তি প্রতিরোধের জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল, ’৭২ এর সংবিধানে বিশ্বাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকার প্রতিষ্ঠা ও মানবিক সংস্কৃতি সম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার জন্য সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে।
 
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী, মানবতাবিরোধী মৌলবাদী চক্র জামাত-শিবির এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। এখনও তারা বাঙালির সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অর্জনসমূহ নানাভাবে ধ্বংসের পায়তারা চালাচ্ছে এবং বাংলাদেশ সরকারের গৃহীত শিক্ষানীতি ও পাঠ্যসূচিতে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।

বাংলাদেশ মহিলা পরিষদ সচেতন দেশবাসীকে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ করে, নারী নির্যাতন মুক্ত পরিবার, জেন্ডার সংবেদনশীল সমাজ ও রাষ্ট্র গঠন এবং যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালনের আহ্বান জানাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদের আহ্বান আসুন আমরা সকলে মিলে মুক্তিযুদ্ধের চেতনায় একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, যুক্তিবাদী, সমতাভিত্তিক, জেন্ডার সংবেদনশীল, মানবিক বাংলাদেশ গড়ে তুলি।

বাংলাদেশ মহিলা পরিষদ ১৪ ডিসেম্বর’২২ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।  

ইউ

লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন-এর মৃত্যুতে উদীচীর শোক

একসাথে কাজ করার আহ্বান

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণা দণ্ডনীয় অপরাধ ঘোষণা

নারী কারাবন্দিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত সরকারের

চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত ফরিদা পারভীন, কুষ্টিয়ায় হবে সমাহিত

জাকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘে ভোট দিয়েছে ভারত

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৯

পাঁচ বছরেই বাংলাদেশকে স্বর্ণের খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষাটা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন

দায়িত্ব নিয়েই পার্লামেন্ট ভেঙে দিলেন কার্কি, নির্বাচনের তারিখ ঘোষণা

জাকসু নির্বাচন: সন্ধ্যার মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের

ড. ইউনূসের চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে