
বাংলাদেশ মহিলা পরিষদ
আজ ৩০ আগস্ট বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা যায় যে, চট্টগ্রামে গাঁজা উদ্ধারের মামলায় দুই আসামি দোষ স্বীকার করায় সাজার পরিবর্তে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আদেশ দিয়েছেন আদালত।
গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রায় প্রদান করেন। বাংলাদেশ মহিলা পরিষদ আদালত কর্তৃক এ ধরণের শাস্তি প্রদানের ঘটনায় বিস্মিত বাংলাদেশ মহিলা পরিষদ
উদ্বেগের সাথে লক্ষ্য করছে সাম্প্রতিক সময়ে কিছু কিছু মামলার রায় ও পর্যবেক্ষণ বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রের প্রচলিত আইন এর সাথে সাংঘর্ষিক এবং ন্যায়বিচারের পরিপন্থী।
বাংলাদেশ মহিলা পরিষদ আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ও আস্থাশীল। বাংলাদেশ মহিলা পরিষদ আদালতের প্রতি শ্রদ্ধা, সম্মান ও আস্থা রেখে সকল নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রের প্রচলিত আইন সমুন্নত থাকবে এ প্রত্যাশা করে।
//এল//