
উইমেনআই২৪ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে সহকর্মীদের দ্বারা নারী শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ।
সোমবার গণমাধ্যমে নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, কালিয়াকৈরে একটি সুতা কারখানায় একজন নারী শ্রমিক কম্প্রেসার দিয়ে তার শরীরে লেগে থাকা সুতা পরিষ্কারের সময় সহকর্মীরা তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বিবৃবিতে সংগঠনটি নারীর শ্রমিকের প্রতি তার সহকর্মীদের এই ধরনের বর্বর, অমনাবিক আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি আইনের প্রতি মানুষের অনাস্থা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে যা সমাজের শৃঙ্খলাকে নষ্ট করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংগঠনটি নির্যাতনের শিকার নারীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি তুলেছে। একইসাথে সকল শ্রমিকের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
উইমেনআই২৪//ইউ//১৩-০৬-২০২২//৪:৪৮ পিএম//