ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, চৈত্র ৭ ১৪২৯, ২১ মার্চ ২০২৩

English

বৃত্তের বাইরে

বাসে যৌন হয়রানি

প্রকাশিত: ০০:০০, ১২ এপ্রিল ২০২২; আপডেট: ১৩:৪৪, ২০ জুলাই ২০২২

বাসে যৌন হয়রানি

আফসানা কিশোয়ার:
পাবলিক বাসে জীবনের অর্ধেক আয়ু পার করেছি। সে অভিজ্ঞতা বয়ান করলে শাহনামা হয়ে যাবে। বারো বছর বয়সে স্কুল থেকে ফেরার পথে যে অযাচিত হাত ভীড়ের মধ্যে আমার দেহের স্পর্শকাতর সব পার্টস ঘুরে গেছে,সে জিনিস আজ এ মধ্যবয়সে এসেও ভুলতে পারিনি। সে কি ভয়ংকর ঘিনঘিনে অনুভব! একা কেঁদেছি। বাসায় বললে চাকুরীজীবি মা বাবা যে দুশ্চিন্তায় পড়বে,মীরপুর ১২ নম্বর থেকে মীরপুর দুই নম্বরে পাবলিক বাসে করে যাতায়াত করা আমাকে নিয়ে, তা আমি তাদের দিতে পারব না। কাজে কাজেই এ স্মৃতি শুধু আমার,একান্ত আমার।
এ স্মৃতির জের ধরে আমি 'ঝুমা' র ট্রমা বুঝতে পারি,অনুভব করতে পারি। ঝুমা কে?ঝুমা পেশায় আইনজীবী।  তিনি ২০২০ সালে নাইটকোচে করে কর্মস্থল বৃহত্তর চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলেন। তার পাশে বসা ছিলেন অপরিচিত এক ব্যক্তি। তিনি নাইটকোচের বাতি নিভতেই ঝুমার থাইতে চাপ দিতে থাকেন। ঝুমা প্রতিবাদ জানাতেই সেই ব্যক্তি নিজের পরিচয় দেন তিনি আইনজীবী,ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা,তার নাম শাহ পরান। ঝুমা তাকে কিছুই করতে পারবে না। সামান্য গায়ে হাত দিলে কিছু হয় না। ঝুমা ৯৯৯ এ ফোন করলে লোহাগড়া থানার পুলিশ বাসে এসে শাহ পরানকে সহ ঝুমাকে নিয়ে যান,বাসের যাত্রীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা যাচাই করে লোহাগড়া থানা নারী ও শিশু নির্যাতন এক্টে ঝুমাকে মামলা করায় ।
বিচারাধীন মামলা চলাকালে শুরু হয় আসল খেলা। শাহ পরান এর মধ্যে সহকারী জাজ পোস্টে  সুপারিশ প্রাপ্ত হলেও এ মামলার কারণে তার নিয়োগ স্থগিত হয়ে যায়।
মামলার বিষয়টি আইনজীবীদের ফেসবুকের এক গ্রুপে জানাজানি হওয়ার প্রেক্ষিতে ঝুমা, তার বোন,তার বর ও তার সহকারীর নামে শাহ পরান ডিজিটাল সিকিউরিটি এক্টে মামলা করেন। ঝুমার বর আগাম জামিন পান। বাকীরা ৬দিন কাশিমপুর কারাগারে সাজা খাটেন।
আমাদের প্রশ্ন-
* বাসে যৌন হয়রানি কি খুবই তুচ্ছ ঘটনা?
* এ মামলায় আপোস করলেই কি ঝুমার ঊরুতে শাহ পরানের নোংরা স্পর্শের স্মৃতি ও আপোসে মুছে যাবে?
*কেন বিভিন্ন আইনজীবীরা জোটবদ্ধ হয়ে ঝুমাকে হুমকি দিয়ে যাচ্ছেন?
*কেন বাদী পক্ষের একজন নারীকে চাকুরীচ্যুত করা হলো শুধুমাত্র তার নামে মিথ্যা ডিজিটাল এক্টে মামলা থাকার কারণে?কেন তাকে মানবেতর জীবন যাপনের দিকে ঠেলে দেয়া হলো?
*একজন আইনজীবী বিচারকের আদালতে ন্যায় বিচার না পেলে সাধারণ ও প্রান্তিক নারীদের তথা অন্য নাগরিকদের আসলে কী অবস্থা?
*আইনজীবীরা কি মাস্তান হয়ে গেছেন যে ঝুমাকে হুমকি দিচ্ছেন?
*যেখানে লোহাগড়া থানা ঘটনার সত্যতা পেয়ে চার্জশিট দিয়েছে সেখানে এই ডিজিটাল এক্টের মামলা পরিকল্পিত হয়রানি ছাড়া আর কী?
*শাহ পরানের মতো বাসে যৌন হয়রানি করা ব্যক্তি কি সহকারী জাজ হওয়া সমীচিন?
আমি সাধারণ নাগরিক। প্রথম আলো,ডেইলি স্টারের নিউজ লিংকে দিলাম। অত আইনী বিষয় আমি জানি না। নিউজ পড়ে আমার যা মনে হলো তা ব্যক্ত করলাম।
ঝুমা ন্যায় বিচার পাক,আবারও গ্রেফতারের সম্মুখীন না হোক,চাকুরীচ্যুত অন্য নারী তার চাকুরী ফিরে পান এ দাবীগুলো একজন এক্টিভিস্ট হিসেবে আমি করতেই পারি।
ঝুমা আপনি আপোস করবেন না। যে যেখানে যৌন নিপীড়ন করে তাদের বলি,এতটুক নিপীড়নও এড়িয়ে যাবার নয়। নারীর জীবন, পথচলা পুরুষের সামান্য(!),তুচ্ছ(!) খেলায় আজ বিপন্ন। যারা বলছেন শুধু তো গায়েই হাত দিয়েছে ধর্ষণ তো করেনি,তাদের বলি বড় অপরাধের সূচনা ছোট অপরাধ দিয়েই হয়।
ঝুমার পাশে থাকুন কমরেডরা।

উইমেনআই২৪ ডটকম//এল// 8.40 pm

আরাভকে ধরতে তৎপর দুবাই পুলিশ

রমজানে যেসব স্থানে কম দামে বিক্রি হবে দুধ, ডিম ও মাংস

ঠাকুরগাঁও সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল

টাঙ্গাইলে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

টাঙ্গাইলে কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন

আলোচনার জন্য আমরা সর্বদা প্রস্তুত: পুতিন

ঠাকুরগাঁওয়ের যে গ্রামে এখনো পৌঁছায়নি বিদ্যুৎ

‘যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশ’

৩০ পেরোনো নারীর স্বাস্থ্যের যেসব পরীক্ষা জরুরি

দুর্নীতি দূর করতে বাংলাদেশের সঙ্গে কাজে আগ্রহী যুক্তরাষ্ট্র

মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদন অযৌক্তিক: কাদের

বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

ইসলামী ব্যাংক-রিয়া মানি রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল হস্তান্তর  

বিএসএমএমইউ ও আইসিডিডিআরবি’র যৌথ গবেষণা প্রকাশ

শুটিং কর্মীদের ১৩০ স্বর্ণমুদ্রা দিলেন কীর্তি সুরেশ

Social Islami Bank Limited