ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০৯ জুলাই ২০২৫

English

বৃত্তের বাইরে

অধিকার রক্ষায় কাবুলে ফের নারীদের বিক্ষোভ

প্রকাশিত: ০০:০০, ৩০ ডিসেম্বর ২০২১; আপডেট: ১৬:২৫, ৬ জুলাই ২০২২

অধিকার রক্ষায় কাবুলে ফের নারীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: 
নারীদের অধিকার রক্ষা ও সাবেক আফগান সেনা সদস্যদের খুঁজে খুঁজে হত্যার প্রতিবাদে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন নারীরা। তবে তাদের সেই মিছিল বেশিদূর এগোতে দেয়নি তালেবান রক্ষী বাহিনী।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রীয় এলাকার একটি মসজিদের সামনে জড়ো হন প্রায় ৩০ জন নারী। তারপর ‘ন্যায়বিচার, ন্যায়বিচার’ স্লোগান দিতে দিতে সামনের দিকে অগ্রসর হতে থাকেন।

কিন্তু কয়েকশ মিটার যাওয়ার পরেই তাদের মিছিল থামিয়ে দেয় তালেবান রক্ষীবাহিনী। পাশাপাশি, যেসব সাংবাদিক নারীদের এই কর্মসূচির সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত হয়েছিলেন তাদেরকে আটক করা হয়। যেসব ফটো সংবাদিক বিক্ষোভ কর্মসূচির ছবি তুলেছিলেন, তাদের কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়ে সেসব ছবি মুছে তা ফেরত দেয় রক্ষী বাহিনীর সদস্যরা।আটক সাংবাদিকদেরও কিছু সময় পরে ছেড়ে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, রহস্যজনকভাবে দেশের তরুণেরা, বিশেষ করে সাবেক আফগান সেনাদের হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদে নারীরা বিক্ষোভ মিছিল করেছেন নারীরা। মিছিলে যোগ দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিক্ষোভে অংশ নেওয়া নায়েরা কোহিস্তানি নামের এক নারী বলেন, ‘আমি বিশ্বকে বলতে চাই, তারা তালেবানকে হত্যা বন্ধ করতে বলুক। আমরা স্বাধীনতা চাই। আমরা বিচার চাই। আমরা মানবাধিকার চাই। নারীর অধিকার মানেই মানবাধিকার। আমাদের অবশ্যই অধিকার রক্ষা করতে হবে।’

গত আগস্টে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করে তালেবান। তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে ছোট-বড় বিক্ষোভ হয়ে আসছে।

এদিকে, একই দিন কাবুলের অন্যপ্রান্তে নারীদের শিক্ষা ও কাজের অধিকার চেয়ে আর একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলটিও ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে রক্ষীবাহিনী।

উইমেনআই২৪ডটকম//এসএল//

 

সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা নজরদারির নির্দেশ

নোয়াখালীতে ১৯ সেন্টিমিটার পানি বেড়েছে, ভোগান্তি চরমে

সরকার বিনামূল্যে দিচ্ছে ১ জিবি ইন্টারনেট

ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০৬

গুম কমিশনে ২০০ নিখোঁজ ব্যক্তির তালিকা জমা

২ হাজার ৯৪ যৌনকর্মীকে সরকারি তহবিল থেকে বরাদ্দ  

ত্রিদেশীয় সম্পর্কে ভারতের নিরাপত্তা হুমকির মুখে: জেনারেল চৌহান

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং: ২০ হাজার কোটি টাকার আমানতের মাইলফল

চাঁদাবাজি নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবিলায় অর্থনীতিবিদ ও শিল্পপতিদের পরমর্শ

শূন্য করদাতাদের হিসাব তদন্তের আহ্বান অর্থ উপদেষ্টার

শুধু শেখ হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

শেখ হাসিনার উপযুক্ত বিচার বাংলাদেশে হবে: আসিফ নজরুল

গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা