ঢাকা, বাংলাদেশ

বুধবার, অগ্রহায়ণ ১৯ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪

English

বৃত্তের বাইরে

নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যু, জড়িতদের শাস্তি দাবি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ২৮ আগস্ট ২০২৪

নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যু, জড়িতদের শাস্তি দাবি

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকায় লেকের পানিতে ভাসমান অবস্থায় এক নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে ২৮ আগস্টের বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত খবরের বরাতে বলা হয়, রাজধানীর হাতিরঝিল এলাকায় লেকের পানিতে ভাসমান অবস্থায় বেসরকারি টেলভিশন গাজী টিভির নিউজরুম এডিটর এক নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা গেছে, নিহত নারী সাংবাদিক রাহানুমা সারাহ তার স্বামী সায়েদ শুভ্রর সাথে রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় থাকতেন। গত ২৬ আগস্ট সোমবার রাহানুমা সারাহ তার অফিসে যান। রাতে বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে তিনি বাসাভাড়ার টাকা স্বামীকে পাঠিয়ে দেন। নিহত রাহানুমার স্বামী তাকে ফোন দিলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন। গত ২৭ আগস্ট ২০২৪ তারিখ মঙ্গলবার হাতিরঝিল এলাকায় পথচারীরা রাহানুমার নিথর দেহ পানিতে ভাসতে দেখতে পায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখাসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বিবৃতিতে আরো বলা হয়, দেশের অস্থিতিশীল পরিস্থিতিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় নারী ও কন্যারা বিভিন্ন সহিংতার শিকার হচ্ছে। কর্মক্ষেত্রে পেশাজীবী নারীদের স্বাধীনভাবে চলাফেরা ও তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন।

নারী সাংবাদিক রাহানুমা সারাহ এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, ঘটনার রহস্য উদঘাটনপূর্বক জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। পাশাপাশি নারী ও কন্যার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়েছে। এছাড়া নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলার আহ্বান জানানো হয়েছে।

ইউ

মুন্নী সাহা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি

রপ্তানি আয়ে সুখবর, আশা জাগাচ্ছে হোমটেক্সটাইল

সাভারে দাফন মরদেহটি হারিছ চৌধুরীর: হাইকোর্ট

পালিয়ে যাওয়া ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দিকে এখনও গ্রেপ্তার করা যায়নি

আমু ও কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

চিন্ময় দাস গ্রেফতার প্রসঙ্গে যা বললো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ কঠিন সময় পার করছে: প্রধান উপদেষ্টা

আজ ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নান্দি নাদাইতওয়া হলেন নামিবিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বিশেষ মেধা সম্পন্ন ব্যক্তি 

সমাজের মূলধারার সুযোগ-সুবিধা থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা বঞ্চিত

স্বাস্থ্যসেবা গ্রহণের বাধা দূর করতে সরকারের প্রতি আহ্বান

‘ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা’

বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা-দিল্লির

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়