ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৭ সেপ্টেম্বর ২০২৫

English

বৃত্তের বাইরে

ঠাকুরগাঁওয়ে নারীকে নির্যাতনের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২, ২৯ জুলাই ২০২৪

ঠাকুরগাঁওয়ে নারীকে নির্যাতনের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

ফাইল ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ বদলীবাড়ি গ্রামে সন্ত্রাসীদের দ্বারা এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ।

সোমবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

২৯ জুলাইয়ের বিভিন্ন জাতীয় দৈনিকের খবরের বরাতে বলা হয়, নির্যাতনের শিকার নারী সম্প্রতি তার বাবার বাড়িতে বেড়াতে আসে। গত ২৭ জুলাই (শনিবার) বিকালে ময়লা ফেলার জন্য বাড়ির পাশে বাবার ভোগদখলীয় সুপারি বাগানে গেলে অভিযুক্ত সন্ত্রাসী মাহবুব ইসলাম, তাহসিন, রফিকুল ইসলাম, তাসনিম আক্তার ও ইসমত আরা অকথ্য ভাষায় ওই নারীকে গালিগালাজ করে থাকে। বাগবিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্ত সন্ত্রসীরা ওই নারীকে বিবস্ত্র করে এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে। ওই নারীর চিৎকারে তার স্বামী এগিয়ে আসলে এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সন্ত্রাসীরা তাকেও বেধক মারধর করে। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলে তাদেরকেও প্রাণনাশের হুমকি দেয় তারা।

নারীবাদি সংগঠনটি এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে বলেছে, সম্প্রতি নানা শত্রুতার জেরে নারী ও কন্যাশিশুরা এলাকাভিত্তিক বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা ক্ষমতার অপব্যবহার করে নারী ও কন্যাদের সহিংসতা ঘটনার মামলা পরিচালনার ক্ষেত্রেও বাধা সৃষ্টির করছে। নানা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তারা নারী ও কন্যাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে এবং অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেেছ।  

বিবৃতিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানিয়েছে সংগঠনটি। একইসঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছৈ। পাশাপাশি নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলার আহ্বান জানানো হয়েছে।

ইউ

এশিয়ায় প্রাচীনতম মমি আবিষ্কার

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান 

‘শিশু বয়সেই যৌন পেশায় যুক্ত হন ৪৫ শতাংশ নারী’

সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, মৃত্যু ১

শিশু সুরক্ষায় ‘প্রজেক্ট সুরক্ষা’ চালু করল আইজেএম

বাংলাদেশে স্যাটেলাইট সেবায় সাময়িক বিঘ্নের আশঙ্কা

"কর্তৃত্ববাদী শাসনের সাথে সাথে এমপি রাজেরও অবসান হওয়া দরকার”

লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন-এর মৃত্যুতে উদীচীর শোক

একসাথে কাজ করার আহ্বান

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণা দণ্ডনীয় অপরাধ ঘোষণা

নারী কারাবন্দিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত সরকারের

চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত ফরিদা পারভীন, কুষ্টিয়ায় হবে সমাহিত

জাকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার