ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪

English

সারাদেশ

’আপা’ সম্বোধনে সাংবাদিকের ওপর খেপলেন চিকিৎসক

উইমেনআই২৪ ডেস্ক

প্রকাশিত: ১০:০১, ৩০ মার্চ ২০২৩

’আপা’ সম্বোধনে সাংবাদিকের ওপর খেপলেন চিকিৎসক

চিকিৎসক নিরুপমা পাল:

ম্যাডাম সম্বোধন না করে ‘আপা’ ডাকায় সাংবাদিকদের ওপর চটলেন এক নারী চিকিৎসক। নিরুপমা পাল নামে ওই চিকিৎসক মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ক্ষেপে গিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, আপা নয় তাকে ম্যাডাম বলতে হবে। কমেন্ট বক্সে চিকিৎসকের এমন আচরণে নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা।

জানা গেছে, একটি মারামারির ঘটনায় আহতদের ইনজুরি সার্টিফিকেট নিয়ে গত বৃহস্পতিবার (২৪ মার্চ) স্থানীয় কয়েকজন সংবাদকর্মী তার বক্তব্য জানতে হাসপাতালে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

ভিডিওটিতে দেখা যায়, বিপ্লব শান্ত নামে স্থানীয় এক সাংবাদিক ওই চিকিৎসককে প্রশ্ন করেন, 'আপা আপনার নাম কি?' নিজের নাম নিরুপমা পাল জানিয়ে ওই চিকিৎসক উত্তেজিত হয়ে বলেন, 'আপনি আমাকে আপা বলছেন কেন?'

এ সময় আরেকজন সাংবাদিক জানতে চান তাহলে আপনাকে কি বলতে হবে, 'ম্যাডাম'। তখন চিকিৎসক নিরুপমা পাল বলেন, ‘হ্যাঁ অবশ্যই’। সাংবাদিকরা প্রশ্ন করেন কেন আপনাকে ‘ম্যাডাম’ বলতে হবে-এই প্রশ্নের জবাবে ওই নারী চিকিৎসক পাশের একজনকে বলেন, 'আচ্ছা উনি কেন আমাকে হ্যারাজ করতেছে?' তখন অন্য একজন বলেন, 'হ্যারাজ তো আপনি করতাছেন। ' এ সময় ওই চিকিৎসক বলেন, 'হ্যারাজ আমি করতাছি!'

এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেননি ওই চিকিৎসক। তার স্বামী ডা. পার্থ জানান, ভাইরাল ভিডিও নিয়ে তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। এ কারণে তিনি ফোনে কারো সাথে কথা বলছেন না।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. মোয়াজ্জেম আলী সাংবাদিকদের বলেন, 'চিকিৎসক নিরুপমা পাল ও সাংবাদিকদের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত। ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে চিকিৎসক নিরুপমা পালকে সতর্ক করা হয়েছে। '

//জ//

বেড়েছে সবজি-মাংসের দাম

উনার মনে হয় ডাক্তার দেখানো উচিত, বুবলীকে অপু 

চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের

৭৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন

ধর্মীয় বিষয় নিয়ে বিদ্যা বালানের বিস্ফোরক মন্তব্য

তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে

কী করছেন হিট অফিসার

থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা

চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

‘হিটস্ট্রোকে মারা যাচ্ছে দিনে লক্ষাধিক মুরগি’

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু