
অটিজম শিশু সাফির আন্তর্জাতিক সম্মাননা লাভ
প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক নেটওয়ার্সং সংগঠন ডিজঅ্যাবল্ড পিপলস্ অর্গানাইজেশন (ডিপিআই) সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৬০টি দেশের বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের অঙ্কিত ছবি প্রদর্শন করা হয়। অংশগ্রহণ করে। দক্ষিণ কোরিয়া ১ম, দ্বিতীয় চীন এবং বাংলাদেশের অটিজম প্রতিবন্ধী শিশু মো. সোহেল রানা সাফি ৩য় হয়েছে।
উল্লেখ্য, মো. সোহেল রানা সাফি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নদী মাতৃক বাংলাদেশের গ্রামীণ দৃশ্য ছবি এঁকে এ সম্মাননা লাভ করে। সে বারোঘরিয়া এলাকার মোঃ মাইনুল ইসলামের ছেলে এবং সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ শাখার একজন ছাত্র।
৮ই নভেম্বর ২০২২ , দক্ষিণ কোরিয়ায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন শিশুটির হাতে সম্মাননা তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ডিপিও'ডির চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রধান শিক্ষক মোসা. আম্বিয়া খাতুন মিলি ও সংগঠক মো. ইসমাইল হোসেন প্রমুখ।
//জ//