ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ১৩ জুন ২০২৫

English

সারাদেশ

কুষ্টিয়ায় এমপি আনারের প্রাডো উদ্ধার, ফেরত চাইলেন মেয়ে

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬, ১০ জুন ২০২৫

কুষ্টিয়ায় এমপি আনারের প্রাডো উদ্ধার, ফেরত চাইলেন মেয়ে

ফাইল ছবি

কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত একটি বহুতল ভবনের পার্কিং জোন থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি উদ্ধার করেছে পুলিশ। গাড়িটি ফেরত চেয়েছেন নিহত এমপির কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।

৯ জুন (সোমবার) রাতে কুষ্টিয়া শহরের সাফিনা টাওয়ার নামের আটতলা ভবনের গ্যারেজ থেকে ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’ নম্বরের কালো রঙের প্রাডো গাড়িটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গাড়ির ভেতর থেকে এমপি কার্ড ও সিআইপি স্টিকারসহ কাগজপত্র পাওয়া গেছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গাড়ির ভেতর থেকে কাগজপত্র, সংসদ সদস্য এবং সিআইপি স্টিকার উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের গাড়ি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাড়িটি থানায় নেওয়ার প্রস্তুতি চলছে।"

নিহত এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, "কুষ্টিয়াতে যেই ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির সন্ধান মিলেছে, সেটি আমার বাবার। এই গাড়িতে আমিও বাবার সঙ্গে চলাফেরা করেছি। এটা আমাদের পারিবারিক সম্পত্তি, আমরা এই গাড়িটি ফেরত চাই।"

সাফিনা টাওয়ারের কেয়ারটেকার আলমগীর হোসেন জানান, ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা জেনুইন লিফ কোম্পানি নামক একটি সিগারেট কোম্পানি ভাড়া নিয়েছে। তারাই গাড়িটি ওই গ্যারেজে রাখার ব্যবস্থা করে। গাড়িটি বেশ কয়েক মাস ধরে সেখানেই রাখা ছিল বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত বছরের ১২ মে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ১৬ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ২২ মে ভারতের পুলিশ জানায়, তাঁকে নির্মমভাবে খুন করে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত তার মরদেহ পুরোপুরি উদ্ধার করা যায়নি।

এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা এবং গাড়ির অবস্থান নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে কুষ্টিয়া পুলিশ। ঘটনাটিকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ইউ

কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪২ জনের মৃত্যু

মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় অভিনেতা সমু চৌধুরী

ভারতে বিমান দুর্ঘটনা: ধ্বংসস্তূপ থেকে চলছে লাশ উদ্ধার

ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৪ জন: যাত্রী কল্যাণ সমিতি

এশিয়ান কাপে খেলার স্বপ্ন এখনও টিকে আছে বাংলাদেশের

ইউনূসের ‘চুরি হওয়া অর্থ’ ফেরত চেষ্টায় নীরব স্টারমার

ইরানে হামলার শঙ্কা: মধ্যপ্রাচ্য থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র

অর্থপাচার রোধে বাংলাদেশের পাশে যুক্তরাজ্য

অর্থপাচার: সমঝোতার পথে বাংলাদেশ

দুই সপ্তাহ পর খুলল চক্ষুবিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ

২৪২ যাত্রী নিয়ে গুজরাটে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

প্রধান বিচারপতির বাসভবন ও আদালত এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা