ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, অগ্রহায়ণ ১৮ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪

English

সারাদেশ

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ২

শুভ্রজিৎ সাহা পিয়াল, নরসিংদী থেকে

প্রকাশিত: ১৯:৩৫, ২৮ নভেম্বর ২০২৪

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ২

ছবি সংগৃহীত

নরসিংদীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি এবং  ১ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নরসিংদীর রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এবং সদর উপজেলার বিলাসদী ও শিবপুর উপজেলার কারারচর এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান । 

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০), রায়পুরা উপজেলার সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০)।  অপর দিকে আহত রফিকুল ইসলাম (৫০) শিবপুর উপজেলা কারারচর এলাকার নজরুল ইসলামের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রথম ঘটনাটি  ঘটে নরসিংদী রায়পুরা উপজেলার দড়িহাইরমারায় এলাকায়। দুপুরে ওই এলাকার  কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিল চালক আনোয়ার হোসেন।  এসময় সাব্বির পিছন দিক দিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে যায় এবং ট্রাক্টরের পিছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

পরে বিকেলে নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার আল্লাহ চত্ত্বরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় আহত হয় জয়নাল উদ্দিন নামে এক পথচারি। পরে তাকে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

অন্যদিকে বিকেলে শিবপুর উপজেলার কারারাচর এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলামকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থা তাকে প্রাথমিক দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বলেন,পৃথক ৩টি দূর্ঘটনায় ৩ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২ জনকে মারা যায়। এবং ১ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ইউ

ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেয়ার পরামর্শ আসিফের 

বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল

ভারতীয় সব বাংলা চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধে হাইকোর্টে রিট

খরা ও ভূমি ক্ষয়ের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রিজওয়ানার

স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের উদ্যোগ

স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে নির্বাচন কমিশন: জাতিসংঘ

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭০৫

আগরতলায় হাইকমিশনে হামলায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক হাসনাতের 

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানালেন মমতা

আগরতলায় উপহাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী 

আইরিশদের হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

একযোগে পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর