ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০৯ জুলাই ২০২৫

English

সারাদেশ

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ২

শুভ্রজিৎ সাহা পিয়াল, নরসিংদী থেকে

প্রকাশিত: ১৯:৩৫, ২৮ নভেম্বর ২০২৪

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ২

ছবি সংগৃহীত

নরসিংদীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি এবং  ১ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নরসিংদীর রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এবং সদর উপজেলার বিলাসদী ও শিবপুর উপজেলার কারারচর এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান । 

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০), রায়পুরা উপজেলার সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০)।  অপর দিকে আহত রফিকুল ইসলাম (৫০) শিবপুর উপজেলা কারারচর এলাকার নজরুল ইসলামের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রথম ঘটনাটি  ঘটে নরসিংদী রায়পুরা উপজেলার দড়িহাইরমারায় এলাকায়। দুপুরে ওই এলাকার  কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিল চালক আনোয়ার হোসেন।  এসময় সাব্বির পিছন দিক দিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে যায় এবং ট্রাক্টরের পিছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

পরে বিকেলে নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার আল্লাহ চত্ত্বরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় আহত হয় জয়নাল উদ্দিন নামে এক পথচারি। পরে তাকে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

অন্যদিকে বিকেলে শিবপুর উপজেলার কারারাচর এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলামকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থা তাকে প্রাথমিক দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বলেন,পৃথক ৩টি দূর্ঘটনায় ৩ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২ জনকে মারা যায়। এবং ১ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ইউ

সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা নজরদারির নির্দেশ

নোয়াখালীতে ১৯ সেন্টিমিটার পানি বেড়েছে, ভোগান্তি চরমে

সরকার বিনামূল্যে দিচ্ছে ১ জিবি ইন্টারনেট

ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০৬

গুম কমিশনে ২০০ নিখোঁজ ব্যক্তির তালিকা জমা

২ হাজার ৯৪ যৌনকর্মীকে সরকারি তহবিল থেকে বরাদ্দ  

ত্রিদেশীয় সম্পর্কে ভারতের নিরাপত্তা হুমকির মুখে: জেনারেল চৌহান

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং: ২০ হাজার কোটি টাকার আমানতের মাইলফল

চাঁদাবাজি নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবিলায় অর্থনীতিবিদ ও শিল্পপতিদের পরমর্শ

শূন্য করদাতাদের হিসাব তদন্তের আহ্বান অর্থ উপদেষ্টার

শুধু শেখ হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

শেখ হাসিনার উপযুক্ত বিচার বাংলাদেশে হবে: আসিফ নজরুল

গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা