ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ২০ অক্টোবর ২০২৫

English

সারাদেশ

উজিরপুরে যুবদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

তামিম সরদার, পিরোজপুর থেকে

প্রকাশিত: ১৭:২৯, ৬ নভেম্বর ২০২৪

উজিরপুরে যুবদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: উইমেনআই২৪ ডটকম

বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র কুরআন শরীফ অবমাননা ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. রবিউল সরদারের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।

৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় গুঠিয়া বন্দরে বরিশাল-বানারীপাড়া সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল  করা হয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পবিত্র আল-কোরআন ও শিক্ষকদের অবমাননা করায় যুবদল নেতা রবিউল সরদারকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলেও তারা হুশিয়ারি দেন। এদিন বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শিক্ষার্থীরা, স্মারকলিপি প্রদান করে।

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর সকালে উপজেলার গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষক ও অভিভাবক সদস্যদের সভা চলাকালীন সময়ে ম্যানেজিং কমিটির সদস্য রবিউল সরদার অফিস কক্ষের টেবিলের উপর লাফ দিয়ে উঠে বসে পড়েন। ওই টেবিলের উপর পবিত্র কুরআন শরীফ রাখা ছিলো। এ ব্যাপারে গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, অভিভাবক সদস্য ও শিক্ষকদের নিয়ে আমার অফিস কক্ষে মিটিং করছিলাম। ওই মুহূর্তে ম্যানেজিং কমিটির সদস্য রবিউল সরদার এসে টেবিলের উপর লাফ দিয়ে উঠে বসেন। ওই স্থানে কুরআন শরীফ রাখা ছিলো। এছাড়া মিটিংয়ে উপস্থিত শিক্ষকসহ সবার সঙ্গে তিনি খারাপ আচরণ করেন।

অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল সরদার জানান, তিনি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, তাকে না জানিয়ে মিটিং করা হয়। তাই তিনি রাগান্বিত হন এবং চেয়ার খালি না থাকায় টেবিলের উপরে বসেন। তবে কুরআন শরিফ অবমাননা করেননি।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, তদন্তপূর্বক এ বিষয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুস সালাম জানান, এ ব্যপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউ

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাকায় গণমাধ্যমকর্মীর মরদেহ উদ্ধার

কোরিয়ান সিএসআর: প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণের ভবিষ্যৎ

পিআর নিয়ে যা বললেন নাহিদ

স্বর্ণময়ী বিশ্বাসের আত্মহত্যার ঘটনায় আমরাই পারি জোটের উদ্বেগ

সবুজায়ন-বৃষ্টির পানি সংরক্ষণে সৌদি সহযোগিতা চাইলেন উপদেষ্টা

কার্গো ভিলেজ আগুন: পোশাক শিল্পে বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা

বুলেটপ্রুফ গাড়ি ও মিনিবাস কিনছে বিএনপি

রমজানের আগেই নির্বাচন হবে, বিতর্কিত কেউ দায়িত্বে থাকবে না: ইসি

শিক্ষকদের ৫% বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, শহীদ মিনারে

ওমানে আট প্রবাসীর প্রাণহানি, মরদেহ দেশে প্রত্যাবর্তন

বিশেষ ব্যবস্থা থাকলেও মেট্রোতে বিড়ম্বনায় প্রতিবন্ধী ব্যক্তি

বিমানবন্দরে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা: সিইসি

ভূমি কমিশন সভা স্থগিত, চুক্তি বাস্তবায়ন আন্দোলনের ক্ষোভ