ফাইল ছবি
চুরি অপবাদ সইতে না পেরে আত্মহননের পদ বেছে নিয়েছে এক যুবক। আখাউড়া-আজমপুরে ট্রেনের নিচে ঝাঁপ দেন। তার নাম রনি মিয়া (২৫)। আখাউড়া পৌরসভার দুর্গাপুর গ্রামের মজিবুর মিয়ার ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
১৪ সেপ্টেম্বর (শনিবার) তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, তিন মাস আগে একটি মোবাইল চুরি ঘটনায় ৯ সেপ্টেম্বর সাইফুল ও রনিকে আটক করা হয়। পরে মোবাইলটি উদ্ধার করে স্থানীয়রা। এ নিয়ে গত বৃহস্পতিবার দুর্গাপুর গ্রামের স্থানীয়রা দু'জনকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেন।
রনি সেই চুরির অপবাদ সইতে না পেরে শনিবার সকালে আখাউড়া-আজমপুর মধ্যবর্তী রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পরে রেলওয়ে পুলিশ রনির মরদেহ উদ্ধার করেন৷
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷
ইউ