
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী কার্যালয়ের ২০২৩-২০২৪ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির অধীনে দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১৯৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে নগদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এসময় ২১ ছাত্রীকে বাইসাইকেল ও তাদের বিভিন্ন শিক্ষা উপকরণ এবং ৮ গৃহহীনকে ঘর প্রদান করা করা।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদমিনার চত্বরে ইউএনও আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ ও বাইসাইকেল ও অন্যান্ন উপকরণ তুলে দেন দিনাজপুর ০৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিক ।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম, নবাবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম নুরুল ইসলাম,নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদত মোহাম্মদ সায়েম আলী প্রমুখ।
ইউ